‘জাতীয় সংস্কারক’ উপাধি পেতে ইচ্ছুক নন অধ্যাপক ইউনূস

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৮:০৯

ছবি : সংগৃহীত
রাষ্ট্রীয় সংস্কারে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
এর প্রেক্ষিতে মঙ্গলবার (১৫ জুলাই) সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ড. মুহাম্মদ ইউনূস নিজে এমনভাবে ঘোষিত হতে ইচ্ছুক নন এবং সরকারও তাকে এ ধরনের কোনো উপাধি দেওয়ার পরিকল্পনা করছে না।
এরআগে সোমবার (১৪ জুলাই) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ অধ্যাপক ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার বিষয়ে একটি রুল জারি করে। এতে জানতে চাওয়া হয়, ‘তাকে কেন জাতীয় সংস্কারক ঘোষণা করতে নির্দেশ দেয়া হবে না?’
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘হাইকোর্টের রুলটি সরকারের নজরে এসেছে। রুলের অনুলিপি পাওয়ার পর সরকার যথাসময়ে আদালতে জবাব দেবে। এতে আরও বলা হয়, ‘সরকার স্পষ্ট করতে চায়, অধ্যাপক ইউনূস নিজে এমনভাবে ঘোষিত হতে ইচ্ছুক নন এবং সরকারও তাকে এ ধরনের কোনো উপাধি দেওয়ার কোনো পরিকল্পনা করছে না।’
সরকারি বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, আবেদনকারী নিজ উদ্যোগে এই রিটটি দায়ের করেছেন। কীসের ভিত্তিতে এ ধরনের নির্দেশনা চাওয়া হয়েছে, সেটাও পরিষ্কার নয়।’ অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবে বলেও বিবৃতিতে জানানো হয়।
এনএমএম/এএ