Logo

জাতীয়

ইসি সচিব

বিভ্রান্তি এড়াতে ‘নৌকা’ প্রতীক সরিয়ে নেয়া হয়েছে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৭:৪৩

বিভ্রান্তি এড়াতে ‘নৌকা’ প্রতীক সরিয়ে নেয়া হয়েছে

ছবি : বাংলাদেশের খবর

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, জনমনে যাতে কোন কোন কনফিউশন না থাকে, কোন বিভ্রান্তি না তৈরি হয় সেকারণেই নৌকা প্রতীক সরিয়ে রাখা হয়েছে। এর বাইরে আর এর কোনো কারণ নাই।

বুধবার (১৬ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আখতার আহমেদ বলেন, এখন জনমনে কিছু কথাবার্তা দেখা যাচ্ছে নৌকা প্রতীক নিয়ে। মোটামুটিভাবে দ্বিধাদ্বন্দ্বে আছে। তাই বিভ্রান্তি যেন না থাকে বা এ ধরনের কোন রকমের কনফিউশন যাতে না থাকে সেই জিনিসটাকে এলিমিনেট করার জন্য, যেহেতু স্থগিত আদেশের আওতায় বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধনটা এখন আছে।সেজন্য কমিশন এটাকে সরিয়ে রেখেছে। এর বাইরে আর এর কোনো কারণ নাই। 

এসময় তিনি বলেন, প্রশ্ন হচ্ছে যে শিডিউলে নৌকা থাকবে কিনা, হ্যাঁ শিডিউলে নৌকা থাকবে। কিন্তু সেটা নৌকাটা ব্যবহার সংরক্ষিত থাকবে।  এটা  আর কেউ ব্যবহার করতে পারবে না। এইটাই হচ্ছে কথা।

কারো চাপে সরিয়ে ফেলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটার সাথে কারোর কোন চাপ বা কোন কিছু নাই। এটা বিভিন্ন জায়গা থেকে জিজ্ঞাসা করা হচ্ছে সেজন্যে। মূল জায়গাটা হচ্ছে যে গ্যাজেট। সে গেজেটে তো এটা বহাল আছে।

জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক যুক্ত করার বিষয়ে তিনি বলেন, এটা হয়ত আমাদের ওয়েবসাইট বা আমাদের যে গেজেটে আপলোড করা হয়েছে কিন্তু গ্যাজেটের ধারাবাহিকতায় ওই জায়গাটাতে এই সাপ্লিমেন্টারি ইনফরমেশনটুকু যে দেওয়া উচিত ছিল সেটা দেওয়া ছিল না। 

শাপলা প্রতীক তফসিলে যুক্ত হবে কিনা এই ব্যাপারে সিনিয়র এই সচিব বলেন, শাপলার ব্যাপারে কমিশনের সিদ্ধান্ত,  শাপলাকে তফসিলে অন্তর্ভুক্ত করা হয়নি এবং এখনো পর্যন্ত হয়নি।  যদি কমিশন মনে করে এটাকে পরবর্তীতে অন্তর্ভুক্ত করে সেটি কমিশনের সিদ্ধান্ত। 

  • এসআইবি/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর