ইসির ওয়েবসাইটে প্রতীকের তালিকায় যুক্ত হলো ‘দাঁড়িপাল্লা’

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৮:০৪

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’ যুক্ত করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতের রায়ে ২০১৩ সালে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল হলেও তাদের দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ বাদ দেওয়া হয়েছিল ২০১৬ সালের ফুল কোর্ট সভার একটি সিদ্ধান্ত অনুযায়ী। এটি কোনো রায় ছিল না।
এদিকে, বুধবার সকালেই নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে ‘নৌকা’ প্রতীক। এ বিষয়ে সিস্টেম ম্যানেজার রফিকুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ‘নৌকা’ প্রতীকটি ওয়েবসাইট থেকে সরানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৫ জুলাই) দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ বাতিল না করে বরং সংরক্ষণের উদ্যোগ নেওয়ায় নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এক ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন রেখেছেন, অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণঅভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদেরকে দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা? পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল।
এসআইবি/এমবি