সহিংসতায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৪:৪০
-6878b6e873c57.jpg)
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে সংঘটিত সহিংসতায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিন।
উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের ঘটনায় কারা জড়িত, তা তদন্তে বেরিয়ে আসবে। কেউ ছাড় পাবে না। যারা অপরাধ করেছে, সবাইকে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, সরকার এসব সহিংস ঘটনায় শূন্য সহনশীল নীতি গ্রহণ করেছে। গোপালগঞ্জের মতো ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
- এনএমএম/এটিআর