গোপালগঞ্জের ঘটনায় কাউকে ছাড় নয় : ডিআইজি রেজাউল করিম

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৪:৪৬
-6878b852c1143.jpg)
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সহিংসতায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক।
বৃহস্পতিবার (১৭ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
রেজাউল করিম মল্লিক বলেন, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় কেউ ছাড় পাবে না। কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে তাকেও ছাড় দেওয়া হবে না। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, ইতোমধ্যে এ ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকাজুড়ে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
এর আগে বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে সহিংসতার জেরে গোপালগঞ্জ শহরে জারি করা হয়েছে কারফিউ। শহরে চলাচল করছে শুধু জরুরি বাহন ও হাতে গোনা কিছু যানবাহন। বেশিভাগ দোকানপাট এখনো বন্ধ।
সড়কে ছড়িয়ে থাকা ইট-পাটকেল, গেটের ভাঙা কাঠামো, ব্যানার-ফেস্টুন ও গাছপালা সরাতে কাজ করছে সিটি করপোরেশন।
এর মধ্যে জেলা কারাগারে হামলার পর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজিবি ও কারারক্ষীদের সমন্বয়ে তৈরি করা হয়েছে নিরাপত্তা বলয়। এ ছাড়া শহরজুড়ে নৌবাহিনীসহ অন্যান্য বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
কারাগার পরিদর্শন শেষে অতিরিক্ত কারা মহাপরিদর্শক জানান, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে, নতুন করে হামলার শঙ্কা নেই।
- এনএমএম/এটিআর