Logo

জাতীয়

ফরিদপুরে সহিংসতা ঠেকাতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৫:১৯

ফরিদপুরে সহিংসতা ঠেকাতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি : বাংলাদেশের খবর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পদযাত্রা কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য সহিংসতা এড়াতে ফরিদপুরে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে স্থানীয় প্রশাসনের অনুরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম। 

ফরিদপুর জেলা প্রশাসন জানিয়েছে, এনসিপির পদযাত্রা কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে জন্য বিজিবির পাশাপাশি অতিরিক্ত পুলিশ ও র‌্যাবও মাঠে রয়েছে।

এদিকে গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকেও শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি বিজিবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর