-6879e6aa4b459.jpg)
গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার রাত থেকে কারফিউ জারি করা হয় | ছবি: রয়টার্স
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। সর্বশেষ ঢাকায় চিকিৎসাধীন মারা গেছেন গুলিবিদ্ধ অটোরিকশাচালক রমজান মুন্সী (২৮)।
বৃহস্পতিবার দিবাগত রাত (১৮ জুলাই) পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প। নিহত রমজান মুন্সী গোপালগঞ্জ সদর থানাপাড়া এলাকার মৃত আকবর মুন্সীর ছেলে। এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়ে ঢামেকে চিকিৎসাধীন।
এর আগে, সহিংসতার দিন বুধবার (১৬ জুলাই) ঘটনাস্থলেই নিহত হন চারজন। তারা হলেন, সোহেল মোল্লা (৩৫), দীপ্ত সাহা (২৫), ইমন তালুকদার (১৭) ও রমজান কাজী (১৮)।
রমজানের ভাই হীরা মুন্সী জানান, রমজান পেশায় একজন রিকশাচালক। গত বুধবার দুপুরে গোপালগঞ্জ সদর এলাকার সিনেমা হলের পাশে যাত্রী নামিয়ে ফেরার পথে সহিংসতার মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় ওইদিন রাতেই তাকে ঢামেকে আনা হয়। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন তিনি মারা যান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, গোপালগঞ্জ সদর এলাকা থেকে নিয়ে আসা রমজান মুন্সী নামের এক যুবক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন মারা গেছেন। তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
- ডিআর/এটিআর