গোপালগঞ্জে এনসিপির সমাবেশে সংঘর্ষ
নিহতদের লাশ উত্তোলনের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৩:৫৬

ছবি : সংগৃহীত
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৯ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের মরদেহ স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই কবর দিয়েছেন। ফলে সেসব মৃত্যুর প্রকৃত কারণ জানতে আমরা সরাসরি ময়নাতদন্ত করতে পারিনি। প্রয়োজনে কবর থেকে মরদেহ উত্তোলন করে তদন্ত করা হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের একটি কমিটি কাজ শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে না পৌঁছাতে গণমাধ্যমকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।
এর আগে, ১৬ জুলাই (বুধবার) গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। দলটির অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগসহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা একাধিকবার হামলা চালিয়েছে। সেই সঙ্গে সমাবেশস্থল ও গাড়ি বহরেও ব্যাপক ভাঙচুর চালানো হয়।
এদিন সকালেই আইনশৃঙ্খলা বাহিনীর একটি যানবাহনে আগুন ধরিয়ে দেয় উগ্র বিক্ষোভকারীরা। সরকারি এক কর্মকর্তার গাড়িও রক্ষা পায়নি। দিনব্যাপী সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় সূত্র বলছে, নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই দাফন করেছেন। এনিয়ে প্রশাসন উদ্বেগ প্রকাশ করেছে। এই প্রেক্ষিতেই স্বরাষ্ট্র উপদেষ্টা মরদেহ উত্তোলনের বিষয়টি সামনে আনেন।
এদিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও বিজিবি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। কারা হামলা করেছে এবং কোন প্রভাবশালী মহল এর পেছনে আছে—তা খতিয়ে দেখা হচ্ছে।
এনএমএম/এএ