-687b58adac6ba.jpg)
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার (১৯ জুলাই) সকাল থেকেই গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। যদিও এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ডিএমপির রমনা বিভাগের উপ কমিশনার (ডিসি) মাসুদ আলম বাংলাদেশের খবরকে জানান, আজ সকাল ১১টা থেকে শাহবাগ, বাংলামোটর, কাকরাইল, মৎস্যভবন, দোয়েল চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে মোতায়েন রাখা হয়েছে। পোশাকে, সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন তারা।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে আমরা সতর্ক অবস্থানে আছি। পাশাপাশি ট্রাফিক বিভাগ যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে।
এদিকে সমাবেশস্থলে আগত জামায়াত নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন জেলা থেকে আসা হাজারো নেতাকর্মী ভোর থেকেই সমাবেশস্থলে ভিড় করছেন।
এমন বড় পরিসরে সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর রাস্তায় যানজটও তৈরি হয়েছে। শহরের প্রবেশপথগুলোতেও যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।