Logo

জাতীয়

গোপালগঞ্জে আজ রাত ৮টা থেকে ফের কারফিউ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৮:৪১

গোপালগঞ্জে আজ রাত ৮টা থেকে ফের কারফিউ

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় হামলা ও সংঘর্ষের পর জারি করা কারফিউয়ের মেয়াদ ফের বাড়ানো হয়েছে।

শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রোববার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত জেলাজুড়ে কারফিউ বহাল থাকবে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়।

জেলা প্রশাসন জানায়, নির্ধারিত এই সময়ের মধ্যে সাধারণ জনগণকে ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে। এছাড়া অতি জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় বের না হতে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। এছাড়া পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে পরবর্তী সময়ে কারফিউর সময়সীমা বাড়ানো হতে পারে।

এর আগে শনিবার রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। সেই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনার পর পরবর্তী সময়ে কারফিউ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। অবশেষে রোববার সকাল ৬টা পর্যন্ত আবারও কারফিউ বাড়ানোর ঘোষণা এলো।

এরও আগে গত বুধবার (১৬ জুলাই) এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সহিংসতার ঘটনা ঘটে। হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের পর জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা জারি করেন। পরে পরিস্থিতি অবনতির কারণে ওই দিন সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হয়।

পরদিন বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রথম দফায় কারফিউয়ের মেয়াদ বাড়িয়ে শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়। এরমধ্যে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩ ঘণ্টার জন্য কারফিউ শিথিল ছিল।

পরবর্তীতে শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় দফায় কারফিউর মেয়াদ বাড়িয়ে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত কার্যকর রাখা হয়। এরপর শুক্রবার রাত ১১টার দিকে জেলা প্রশাসক জানান, শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এরমধ্যেই আবারও কারফিউয়ের মেয়াদ বাড়ানোর ঘোষণা এলো।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কারফিউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর