Logo

জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টা

সুষ্ঠু নির্বাচন আয়োজনে পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৫:৩৯

সুষ্ঠু নির্বাচন আয়োজনে পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২০ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের এখনো সময় আছে। তবে আমরা আগেভাগেই প্রস্তুতি নিচ্ছি। পুলিশকে নির্বাচন উপযোগী করে গড়ে তুলতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, ‘ঘটনা ঘটেছে, সেটা অস্বীকার করছি না। তবে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং কাউকে বিনা কারণে গ্রেফতার করা হচ্ছে না। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।'

তিনি জানান, এ ঘটনায় মামলা হবে কিনা, তা নির্ধারণ করবে গঠিত তদন্ত কমিটি। গোপালগঞ্জে বর্তমানে ১৪৪ ধারা বলবৎ রয়েছে, তবে পরিস্থিতি বিবেচনায় তা ধীরে ধীরে প্রত্যাহার করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় সরকার সর্বোচ্চ প্রস্তুত।

  • এএইচএস/এমআই


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর