Logo

জাতীয়

ফের ঢাকার বাতাসে বেড়েছে দূষণ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১১:৪৯

ফের ঢাকার বাতাসে বেড়েছে দূষণ

ছবি : সংগৃহীত

বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকার উপরের দিকেই থাকে রাজধানী ঢাকা। তবে সম্প্রতি সারাদেশে চলমান বৃষ্টিপাতের কারণে বায়ুমানে কিছুটা উন্নতি হয়। কিন্তু সোমবার (২১ জুলাই) ঢাকার বাতাসে আবারও বেড়েছে দূষণ।

এদিন সকাল সাড়ে ১১টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৩২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে অবস্থান করছে ঢাকা। এ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একই সময়ে ১৬৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা। এছাড়া ১৫০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো আর ১৩৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বাহারাইনের শহর মানামা।

 একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ডিআর/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বায়ুদূষণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর