Logo

জাতীয়

পিবিআইয়ের জালে ৩ সংসদ নির্বাচনের ভোট কর্মকর্তারা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১২:১১

পিবিআইয়ের জালে ৩ সংসদ নির্বাচনের ভোট কর্মকর্তারা

গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে (২০১৪, ২০১৮ ও ২০২৪) দায়িত্ব পালনকারী ভোটগ্রহণ কর্মকর্তাদের তথ্য চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) দ্বারস্থ হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বিতর্কিত ওই তিন নির্বাচনের অনিয়ম ও কারচুপির অভিযোগ তদন্তে এ পদক্ষেপ নিয়েছে সংস্থাটি।

সম্প্রতি রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের হওয়া একটি মামলার (মামলা নং-১১, জি আর নং-১৫৬/২০২৫) তদন্তে নামে পিবিআই। মামলায় দণ্ডবিধির একাধিক ধারা উল্লেখ থাকায় (যেমন- ১২০বি/১০৯/১৭১বি/১৭১ডি/১৭১জি/১৭১এইচ/১৭১আই/৪০৬/৪২০/১২৪এ) এটি একটি বিস্তৃত ও গুরুতর তদন্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

ইতোমধ্যে নির্বাচন কমিশনের নির্বাচন সহায়তা শাখার উপসচিব মনির হোসেনের স্বাক্ষরিত একটি চিঠি গত ২০ জুলাই বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং ও পোলিং অফিসারদের — নাম, পিতা-মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর এবং মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য ভোটকেন্দ্রভিত্তিক চাওয়া হয়েছে।

তিনটি নির্বাচনে দায়িত্বে ছিলেন জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিভিন্ন সরকারি কর্মকর্তা, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। এবার সেইসব কর্মকর্তারাই তদন্তের আওতায় আসতে চলেছেন।

নির্বাচন বিশ্লেষকরা বলছেন, এ পদক্ষেপ দেশের নির্বাচন ব্যবস্থায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। তবে এ নিয়ে প্রশাসনের বিভিন্ন মহলে উদ্বেগও তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন, অতীতের নির্বাচনে রাজনৈতিক চাপ ও নির্দেশনার বাস্তবতা মাথায় রেখে তদন্তের দৃষ্টিভঙ্গি নিরপেক্ষ হওয়া জরুরি।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর