
২০ বছরের পুরনো বাস, ২৫ বছরের বেশি পুরনো ট্রাক ও কাভার্ডভ্যানের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সারাদেশে একযোগে পরিচালিত এ অভিযানের প্রথম দিনেই ৪৯৫টি মামলা ও ২০টি গাড়ি জব্দ করা হয়েছে।
বিআরটিএ’র পরিচালক (প্রশাসন) মো.কামরুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (২০ জুলাই) সারাদেশে একযোগে ইকনোমিক লাইফ উত্তীর্ণ বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যান প্রভৃতি মোটরযানের বিরুদ্ধে বিআরটিএ ও জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মোবাইল কোর্ট চলাকালীন ৪৯৫টি মামলায় ১১ লাখ ৬৪ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া ২০টি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়। এ সাঁড়াশি অভিযানে অংশ নিয়েছে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মালিক সমিতি ও শ্রমিক সংগঠন।
ডিআর/এমবি