Logo

জাতীয়

উত্তরায় বিমান দুর্ঘটনা : ভিড় এড়াতে আহ্বান, রক্তদাতাদের খোঁজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৫:৩৫

উত্তরায় বিমান দুর্ঘটনা : ভিড় এড়াতে আহ্বান, রক্তদাতাদের খোঁজ

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার কাজ চলছে। মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে সোমবার (২১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নারী ও শিশুসহ বহু হতাহতের খবর পাওয়া গেছে।

এ ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক জরুরি বিবৃতি দিয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক হাসান ইনাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, উত্তরার বাইরে থেকে কেউ উত্তরা গিয়ে ভিড় করবেন না। উত্তরার সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ শুরু করুন। রাস্তা যেন আটকে না যায়, অ্যাম্বুলেন্স যেন নির্বিঘ্নে চলতে পারে, সে বিষয়টি নিশ্চিত করুন।

তারা জানিয়েছেন, উৎসুক জনতার ভিড়ের কারণে অ্যাম্বুলেন্স চলাচলে সমস্যা হতে পারে, যা উদ্ধার কার্যক্রমে মারাত্মক বাধা সৃষ্টি করবে।

বিবৃতিতে আরও বলা হয়, এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো রক্ত। দগ্ধদের বাঁচাতে অনেক রক্ত প্রয়োজন হবে। যারা রক্ত দিতে পারেন, তারা যোগাযোগ করুন। রক্তদাতাদের তালিকা প্রস্তুত করুন।

সংগঠনটি উত্তরার স্থানীয় নেতাকর্মীদের দ্রুত ব্লাড ডোনার সংগ্রহ ও সমন্বয় করার অনুরোধ জানায়।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিমান দুর্ঘটনা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা

উত্তরায় বিমান বিধ্বস্ত

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর