বিমান বিধ্বস্তস্থলে দ্রুত সহায়তায় মাঠে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৫:৪১

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দ্রুত সহায়তার জন্য নেতাকর্মীদের মাঠে নামতে নির্দেশ দিয়েছে বিএনপি ও জামায়াত।
সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় নারী-শিশুসহ অন্তত ৩৫ জন দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের অধিকাংশই শিক্ষার্থী।
এই ঘটনায় বিএনপির পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। এই মুহূর্তে আহতদের সহায়তায় দ্রুত যেতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপির স্বাস্থ্য টিমকে নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দ্রুত চিকিৎসা সহায়তা, রক্তদান ও জরুরি সহযোগিতায় সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়।
এদিকে জামায়াত ইসলামীও তাদের সর্বস্তরের নেতাকর্মী এবং স্থানীয় জনশক্তিকে উদ্ধারকাজে অংশ নিতে আহ্বান জানিয়েছে। দলটির আমির ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, এই মর্মান্তিক ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসা ও উদ্ধার কাজে সকলকে সর্বাত্মক সহায়তা দিতে হবে। জামায়াতের স্থানীয় জনশক্তিকে দ্রুত একজোট হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে।
এনএমএম/এএ