স্পর্শকাতর ছবি না দেখাতে সাংবাদিকদের প্রতি তামিমের অনুরোধ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৬:০০
-(15)-687e0fc224499.jpg)
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
স্পর্শকাতর ছবি-ভিডিও না দেখাতে টিভি ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
সোমবার (২১ জুলাই) তার ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বিষয়টি জানান।
তিনি লেখেন, যা হয়েছে ও হচ্ছে, ‘সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত।’
তামিম আরও লেখেন, ‘আপাতত সংবাদকর্মীদের প্রতি অনুরোধ, বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ, আক্রান্ত বাচ্চাদের রক্তাক্ত ও আহত অবস্থার এসব ছবি-ভিডিও লাইভ দেখাবেন না। দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন দয়া করে। ওরা আমাদের বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা।’
এমআই