-(18)-687e138138ccb.jpg)
ছবি : সংগৃহীত
উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছাতে মেট্রোরেলের নারী বগির পাশের একটি বগি রিজার্ভ রাখা হয়েছে।
বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দুর্ঘটনার পর মেট্রোরেল কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়। রিজার্ভকৃত বগিটি আহতদের দ্রুত পরিবহন ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ব্যবহার করা হচ্ছে।
এই পদক্ষেপে দ্রুত সহায়তা পাচ্ছেন দগ্ধ ও আহত ব্যক্তিরা।
এর আগে সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-7 বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। এর ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।
জানা গেছে, দুর্ঘটনার পর ইতোমধ্যে অন্তত শতাধিক শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে ২৫ জনকে উদ্ধার করে ইতোমধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেয়া হয়েছে। এছাড়া আহতদের মধ্যে শিশুও রয়েছে।
- এনএমএম/এমআই