Logo

জাতীয়

উত্তরায় দুর্ঘটনা : উদ্ধার নয়, উৎসুক জনতা সামলাতেই হিমশিম সেনাবাহিনী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৬:২১

উত্তরায় দুর্ঘটনা : উদ্ধার নয়, উৎসুক জনতা সামলাতেই হিমশিম সেনাবাহিনী

ছবি : সংগৃহীত

উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর উদ্ধার কাজ চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে সেনাবাহিনী। আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে চাইলেও উৎসুক জনতার ভিড়ে ব্যাহত হচ্ছে পুরো তৎপরতা।

মাঠে থাকা সেনা বাহিনীর সদস্যরা বলছেন, আসল কাজ বাদ দিয়ে সাধারণ মানুষকে সরানোই এখন প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্টরা বারবার অনুরোধ করছেন, ঘটনাস্থলে ভিড় না করতে এবং রাস্তাঘাট ফাঁকা রাখতে। তবুও সাধারণ মানুষের ভিড় সামলানো কঠিন হয়ে পড়ছে। 

এর আগে সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-7 বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। এর ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।

জানা গেছে, দুর্ঘটনার পর ইতোমধ্যে অন্তত শতাধিক শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে  পাঠানো হয়েছে। এরমধ্যে ২৫ জনকে উদ্ধার করে ইতোমধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেয়া হয়েছে। এছাড়া আহতদের মধ্যে শিশুও রয়েছে।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিমান দুর্ঘটনা সেনাবাহিনী মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা

উত্তরায় বিমান বিধ্বস্ত

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর