উত্তরায় বিমান দুর্ঘটনা: সরকারিভাবে ১ জনের মৃত্যু নিশ্চিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৬:৩০

ছবি : সংগৃহীত
রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ১ জনের মৃত্যুর খবর সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে। আর গুরুতর আহত অবস্থায় আনা ৬০ জনের মধ্যে বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক।
সোমবার (২১ জুলাই) বিকাল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিহতের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। আহতদের মধ্যে অনেকেই গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পরিবেশ। স্বজনদের অনেকেই প্রিয়জনের খোঁজে উদ্বিগ্ন হয়ে ছুটে এসেছেন হাসপাতালে।
বার্ন ইউনিটে সামনে ক্লাস সেভেনের শিক্ষার্থী আফিফ এর মামা সাজ্জাদ বলেন, আমি আফিফসহ ৩ জনকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল ও ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
ফায়ার সার্ভিস, পুলিশ ও উদ্ধারকারী দল জানায়, বিকেলে দিয়াবাড়ী এলাকায় প্রশিক্ষণ চলাকালে হঠাৎ বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। তাৎক্ষণিকভাবে আগুন ধরে গেলে আশেপাশে থাকা লোকজন দগ্ধ হন।দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এএইচএস/এএ