Logo

জাতীয়

ঢামেকের বার্ন ইউনিটে নেগেটিভ রক্তের সংকট, প্রাণ বাঁচাতে জরুরি আহ্বান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৭:১৯

ঢামেকের বার্ন ইউনিটে নেগেটিভ রক্তের সংকট, প্রাণ বাঁচাতে জরুরি আহ্বান

ছবি : প্রতিনিধি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে মারাত্মক রক্তসংকট দেখা দিয়েছে। বিশেষ করে বিরল ও নেগেটিভ রক্তের (A-, B-, AB-, O-) সঙ্কট চরমে। জরুরি ভিত্তিতে নেগেটিভ রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবকরা।

স্বেচ্ছাসেবক মেহেদী হাসান বাংলাদেশের খবরকে জানান,  ‘যত দ্রুত নেগেটিভ রক্তের ব্যবস্থা করা যাবে, ততই বেশ কিছু শিক্ষার্থীর প্রাণ বাঁচানো সম্ভব হবে। দেরি হলে ঝুঁকি বাড়বে।’

তিনি আরও জানান, শুধুমাত্র ঢাকা নয়, আশপাশের জেলাগুলো থেকেও যারা নেগেটিভ রক্তদাতা আছেন, তারা যেন ঢামেকের বার্ন ইউনিটে দ্রুত এসে রক্তদান করেন।

জানা গেছে, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনেকের অবস্থা সংকটাপন্ন। এ অবস্থায় সময়মতো রক্ত না পেলে কিছু রোগীর প্রাণহানির আশঙ্কাও রয়েছে।

রক্তদাতাদের জন্য বার্তা:

নেগেটিভ রক্তধারী (বিশেষ করে O-, A-, B-, AB-) সুস্থ ব্যক্তিরা ১৮ থেকে ৬০ বছর বয়সী হলে, প্রয়োজনীয় শারীরিক সক্ষমতা থাকলে, দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। একজনের রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিমান দুর্ঘটনা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা

উত্তরায় বিমান বিধ্বস্ত

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর