Logo

জাতীয়

আকাশপথে বাংলাদেশে ভয়াবহ দুর্ঘটনার ইতিহাস

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৭:২২

আকাশপথে বাংলাদেশে ভয়াবহ দুর্ঘটনার ইতিহাস

ছবি : সংগৃহীত

স্বল্প সময়ে অধিক দূরত্ব পাড়ি দিতে আকাশপথকে বিশ্বের সবচেয়ে নিরাপদ পরিবহন মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়।  তবে ইতিহাসে এমন কিছু ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে, যেগুলোর প্রাণহানির পরিসংখ্যান সারা বিশ্বকে নাড়া দিয়েছিল। 

বিশ্বের সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছিল ১৯৭৭ সালের ২৭ মার্চ।  স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফ বিমানবন্দরে ওই দুর্ঘটনা ঘটে।  ওইদিন অতিরিক্ত কুয়াশা থাকায় নির্দেশনা নিয়ে বিভ্রান্তি এবং রেডিও যোগাযোগে বিঘ্ন হওয়ায় রানওয়েতে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের মালিকানাধীন দুটি বোয়িং উড়োজাহাজের সংঘর্ষ হয়।  এতে ৫৮৩ যাত্রীর প্রাণহানি ঘটে। 

সারাবিশ্বের পরিসংখ্যানের পাশাপাশি বাংলাদেশেও বিমান দুর্ঘটনার দীর্ঘ ইতিহাস রয়েছে।  ‘অ্যাভিয়েশন সেফটি নেটওয়ার্কের’ ডাটাবেজ অনুসারে বর্তমান বাংলাদেশ, তৎকালীন ব্রিটিশ শাসন এবং পূর্ব পাকিস্তানে ১৯১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিমান, উড়োজাহাজ, হেলিকপ্টার এবং অন্যান্য জেট মিলিয়ে সর্বমোট ২৭৫টি দুর্ঘটনা ঘটেছে এবং এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৫০ জন।  এরমধ্যে ২৫ আগস্ট ১৯২২ থেকে ১৫ই ডিসেম্বর ১৯৭১ সাল পর্যন্ত এই অঞ্চলে আকাশপথে ছোটখাটো সর্বমোট ১৬৮টি দুর্ঘটনার ঘটনা ঘটেছে।  আর স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ২০২৫ সালের ২১ জুলাই পর্যন্ত ছোটবড় মিলিয়ে ঘটেছে ১০৭ টি দুর্ঘটনা।  যারমধ্যে উল্লেখযোগ্য কিছু বিমান দুর্ঘটনা ঘটেছে যেগুলোতে অনেক প্রাণহানির ঘটনাও ঘটেছে। 

তার মধ্যে যেসব প্রধান দুর্ঘটনায় প্রাণহানি বা বড় ক্ষতি হয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো 

*১৯৭২ সালে Biman Bangladesh Airlines-এর একটি Douglas DC‑3 প্রশিক্ষণ ফ্লাইটে ধামরাই এলাকায় দুর্ঘটনার ফলে ৫ জন নিহত হন।

*১৯৮৪ সালের ৫ আগস্ট: Biman-এর একটি Fokker F‑27 বিমান ঢাকার কাছাকাছি একটি ঝিলের মধ্যে পড়ে যায়।  এতে ৪৯ জন মারা যান-যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনা হিসেবে বিবেচিত।

*১৯৯৭ সালের ২২ ডিসেম্বর: Sylhet-এ Fokker F‑28 ফ্লাইট ভেঙে পড়ে, এতে কোনও প্রাণহানি হয়নি তবে ১৭ জন আহত হন।

*২০০৪ সালের ৮ অক্টোবর: Sylhet-এ আরেকটি Biman F‑28 রানওয়ে থেকে ছিটকে পড়ে, এতে গুরুতর কোনো প্রাণহানি না হলেও কয়েকজন আহত হন।

*২০১৬ সালের ৯ মার্চ: True Aviation Flight 21 Antonov An‑26 সামরিক কার্গো বিমান কক্সবাজার থেকে Jessore যাচ্ছিল; উঠতি ইঞ্জিন ব্যর্থতার কারণে ভেঙে পড়লে ৩ জন নিহত হন।

*২০১৮ সালের ১২ মার্চ: US‑Bangla Airlines Flight 211 কাঠমাণ্ডুতে ল্যান্ডিংয়ের সময় বিধ্বস্ত হয়, এতে ৫১ জন নিহত ও ২০ জন আহত হন-চলমান সময়ে সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনা হিসেবে বিবেচিত।

*২০১৯ সালের ৮ মে: Biman Bangladesh Airlines Flight 060 ইয়াঙ্গুনে রানওয়ে থেকে ছিটকে পড়ে, কোনো প্রাণহানি হয়নি, তবে ২০ জন আহত ও বিমানটিকে নষ্ট বলে ঘোষণা করা হয়।

সবশেষ ২০২৫ সালের ২১ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন বিদ্যালয়ে  বিমান বাহিনীর এফ-৭ বিজিআই ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। এরপর  মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে ‘এফ-৭ বিজিআই’ মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় স্কুল শাখায় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলমান ছিল। এতে এখন পর্যন্ত ১৬ জন নিহতসহ বহু হতাহতের ঘটনা ঘটে।

  • এনআর/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা

উত্তরায় বিমান বিধ্বস্ত

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর