Logo

জাতীয়

শাকিব খান

আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৮:০৪

আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জনের বেশি। এ ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। 

সোমবার (২১ জুলাই) মেগাস্টার শাকিব খান শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। যেখানে উল্লেখ করেন যে, ‘আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন।’

গভীর সমবেদনা জানাই  উল্লেখ করে শাকিব বলেন, ‘রাজধানীর উত্তরার একটি শিক্ষা প্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাতহ সকলের প্রতি গভীর সমবেদনা জানাই।’

তার কথায়, ‘মহান আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন। ঘটনাস্থলে ভিড় না করে নিকটস্থ হাসপাতালে যান।’

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়।

সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

ডিআর/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিমান দুর্ঘটনা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা

উত্তরায় বিমান বিধ্বস্ত

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর