Logo

জাতীয়

উত্তরায় বিমান বিধ্বস্ত

ভবন এবং ক্লাসরুমে কোনো শিক্ষার্থী নেই; ফায়ার সার্ভিসের ডিজি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৮:১৩

ভবন এবং ক্লাসরুমে কোনো শিক্ষার্থী নেই; ফায়ার সার্ভিসের ডিজি

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কোন শিক্ষার্থী কোন ভবনে বা ক্লাসরুমে নেই বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

সোমবার (২১ ‍জুলাই) বিকেলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। 

তিনি জানান, ক্রেন নিয়ে যাওয়া হয়েছে। ক্রেন দিয়ে এয়ারক্রাফট সরানোর পরেই বলা যাবে, আর কোন নিহত আছে কিনা। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আহতের সংখ্যা অর্ধশতের বেশি বলেও জানান তিনি।

উদ্ধার কাজ এখনো চলছে। ফায়ার সার্ভিসের ৯ ইউনিট ও ৬ অ্যাম্বুলেন্স কাজ করছে। শৃঙ্খলা রক্ষায় রয়েছেন স্কাউট, বিএনসিসিসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

ডিআর/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিমান দুর্ঘটনা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা

উত্তরায় বিমান বিধ্বস্ত

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর