Logo

জাতীয়

স্বজনদের আহাজারিতে ভারি বার্ন ইউনিট

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৮:২০

স্বজনদের আহাজারিতে ভারি বার্ন ইউনিট

ছবি : বাংলাদেশের খবর

উত্তরার দিয়াবাড়ীতে বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ আহতদের দেখতে ভিড় করছেন স্বজনেরা। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগ ও বার্ন ইউনিট এখন কান্না আর আহাজারিতে ভারি হয়ে উঠেছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরা দিয়াবাড়ী এলাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহতদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আনা হয়।

একে একে অ্যাম্বুলেন্সে করে যখন দগ্ধদের হাসপাতালে আনা হচ্ছিল, তখন থেকেই সেখানে স্বজনদের হাহাকার শুরু হয়।

হাসপাতালের ভেতরে শুধু নয়, বাইরে রাস্তাজুড়েও অবস্থান নিচ্ছেন স্বজনেরা। কারও মুখে আতঙ্ক, কেউ আবার ছুটে চলেছেন জরুরি বিভাগের ফটকে প্রতিটি নতুন আসা রোগীর মুখ দেখার আশায়। কেউ কেউ খবর পেয়েই ছুটে এসেছেন, কিন্তু প্রিয়জনের অবস্থার খোঁজ পাচ্ছেন না-তাদের বুকফাটা কান্নায় ভারি হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক জানান, এখন পর্যন্ত ৩৫ জনকে আনা হয়েছে, যাদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর। একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

দগ্ধদের অধিকাংশই ছিলেন-এলাকার সাধারণ মানুষ এবং প্রশিক্ষণ ফ্লাইটের আশপাশে থাকা পথচারী। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর বিমানটি নিচে পড়ে গেলে আগুন ধরে যায়, এবং আশপাশের অনেকেই আগুনে দগ্ধ হন।

দগ্ধদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে স্বজনদের কান্না ও উদ্বেগের মাঝে এক করুণ মানবিক দৃশ্য প্রতিনিয়ত ফুটে উঠছে বার্ন ইউনিটের ভেতর ও বাইরে।

এর আগে সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-7 বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। এর ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।

জানা গেছে, দুর্ঘটনার পর ইতোমধ্যে অন্তত শতাধিক শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে  পাঠানো হয়েছে। এরমধ্যে ২৫ জনকে উদ্ধার করে ইতোমধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেয়া হয়েছে। এছাড়া আহতদের মধ্যে শিশুও রয়েছে।

  • এএইচএস/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা

উত্তরায় বিমান বিধ্বস্ত

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর