উত্তরায় বিমান বিধ্বস্ত : বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৫১, বেশিরভাগই শিশু

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৮:৫৩
-(26)-687e3848a65c1.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি। আহতদের মধ্যে বেশিরভাগই শিশু।
সোমবার (২১ জুলাই) বিকেলে ঘটনাস্থলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
এদিকে, আহতদের মধ্যে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৫১ জনকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে ৫১ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে বেশিরভাগই শিশু। কারও কারও অবস্থা আশঙ্কাজনক।’
বিমান বিধ্বস্তের ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের দ্রুত রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার কারণ জানতে এরইমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
- এএইচএস/এমআই