Logo

জাতীয়

বিমান বিধ্বস্ত : উদ্ধার কাজ সমাপ্ত, অবস্থান করছে বিজিবির ইউনিট

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ২২:০১

বিমান বিধ্বস্ত : উদ্ধার কাজ সমাপ্ত, অবস্থান করছে বিজিবির ইউনিট

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ফায়ার সার্ভিসের নেতৃত্বে পরিচালিত উদ্ধার কাজ সমাপ্তি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা আনোয়ার হোসেন।

তিনি জানান, উদ্ধার কাজ শেষ হয়েছে। তবে আমাদের একটি ইউনিট এখনও ঘটনাস্থলে ডেপ্লয় করা আছে। বিমানবাহিনীর বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ অপসারণ না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবে।

দুর্ঘটনাস্থলে এখনো নিরাপত্তা বলয় তৈরি করে কাজ করছে বিমানবাহিনী, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে সকাল ৯টা ৫৭ মিনিটে উত্তরার ১২ নম্বর সেক্টরের একটি খোলা মাঠে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমানে থাকা দুই পাইলট গুরুতর আহত হন এবং তাৎক্ষণিকভাবে তাদের সিএমএইচে নেওয়া হয়।

বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ অপসারণ ও তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত সেনা ও বিজিবি সদস্যরাও ঘটনাস্থলে নিরাপত্তা রক্ষায় কাজ করে যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ফায়ার সার্ভিস, বিমানবাহিনী ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত একাধিক টিম ইতিমধ্যে ব্ল্যাক বক্স সংগ্রহ করেছে। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-7 বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। এর ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা

উত্তরায় বিমান বিধ্বস্ত

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর