উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় জিয়া পরিবারের সদস্য নিহত

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৮:২০
-687efd4e83530.jpg)
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত হয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের এক সদস্য। সোমবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মৃত্যু হয় তার।
নিহতের নাম মাহিরিন চৌধুরী। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন ব্র্যাক ইউনিভার্সিটির লেকচারার ও নিহতের ছোট বোন মেহেতাজ চৌধুরী।
তিনি বলেন, ‘সোমবার সন্ধ্যা ৭টার দিকে আপুর মৃত্যু হয়েছে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খালাতো ভাই মহিদুর রহমান চৌধুরী (এম আর চৌধুরী)-এর মেয়ে।’
দীর্ঘদিন ধরে উত্তরা ১৩ নম্বর সেক্টরে স্বামী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন মাহিরিন। দুর্ঘটনার সময় তিনি কলেজ প্রাঙ্গণেই ছিলেন।
উল্লেখ্য, সোমবার দুপুর ১টার পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে মুহূর্তেই বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় হতাহতের সংখ্যা বহু। সবশেষ, মঙ্গলবার ৩টা পর্যন্ত ২৭ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।
- এএইচএস/এটিআর