Logo

জাতীয়

মাহরিন চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত, দাফন নীলফামারিতে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১১:১০

মাহরিন চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত, দাফন নীলফামারিতে

বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নিহত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পরিবারের সদস্য ও মাইলস্টোন কলেজের কো-অর্ডিনেটর মাহরিন চৌধুরী | ছবি : সংগৃহীত

উত্তরার বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নিহত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পরিবারের সদস্য ও মাইলস্টোন কলেজের কো-অর্ডিনেটর মাহরিন চৌধুরীর (৪২) প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) উত্তরা-১৩ নম্বর সেক্টরে এ জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর নীলফামারির জলঢাকায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের স্বামী মনসুর হেলাল। 

তিনি বলেন, মাহরিনের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। বিকেলে নীলফামারির জলঢাকায় দ্বিতীয় জানাজা হবে। তার ইচ্ছা অনুযায়ী বাবা-মায়ের পাশেই তাকে দাফন করা হবে। 

এর আগে, সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একিটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় দগ্ধ হন মাহরিন। পরে তাকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে রাতে আইসিইউতে চিকিৎসাধীন মৃত্যু হয় তার।

পারিবারিক সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পর সৃষ্ট অগ্নিকাণ্ডে প্রায় ২০ শিক্ষার্থীকে বাইরে বের করে আনতে পারলেও নিজে সময়মতো বের হতে পারেননি মাহরিন। মারাত্মকভাবে দগ্ধ হন তিনি। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি স্বামী ও দুই ছেলে রেখে গেছেন।

  • এএইচএস/এটিআর

উত্তরায় বিমান বিধ্বস্ত

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর