Logo

জাতীয়

জনবহুল এলাকায় যুদ্ধ বিমান চলাচলে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৩:২২

জনবহুল এলাকায় যুদ্ধ বিমান চলাচলে নিষেধাজ্ঞা চেয়ে রিট

ছবি : সংগৃহীত

ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ যুদ্ধবিমান ও অন্যান্য বিমান উড্ডয়ন নিষিদ্ধের দাবি জানিয়ে একটি রিট আবেদন দাখিল করা হয়েছে।

একই সঙ্গে উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু মানুষ হতাহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদনও করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস এ রিট দায়ের করেন।

দুপুর ১টায়  রিট আবেদনটির শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

রিট আবেদনে বিমানবাহিনীর ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা কত এবং সেগুলোর রক্ষণাবেক্ষণ বিষয়ে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে- তা জানতে চেয়ে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

এ ছাড়া রিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে আগুনে পুড়ে প্রাণ হারানো শিক্ষার্থীদের পরিবারকে ৫ কোটি টাকা করে এবং আহত শিক্ষার্থীদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করা হয়েছে।

এদিকে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকরা মঙ্গলবার সকাল ১০টা থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গোল চত্বরে ৬ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে দুপুর পৌনে ১টার দিকে শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছেন বলে ঘোষণা দেন আইন উপদেষ্টা।

শিক্ষার্থীদের ৬ দফা—

১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।

২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।

৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা— এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।

৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে।

৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।

উল্লেখ্য, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৫ জন শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

ডিআর/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিমান দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর