সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, সব গেট বন্ধ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৬:০৩

ছবি : প্রতিবেদক
সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভে নেমেছেন এসএসসি ফেল করা ও মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এমতাবস্থায় সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার (২২ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে এ দুই ইস্যুতে শিক্ষার্থীরা অবস্থান নিলে সচিবালয়ের গেট বন্ধ করে দেওয়া হয়।
এসময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’সহ বিভিন্ন স্লোগানে উত্তপ্ত করে তুলেন ওই এলাকা।
এদিকে বিক্ষোভের কারণে সচিবালয়ের ভেতর থেকে কোনো গাড়ি বের হতে পারছে না, ভেতরে তৈরি হয়েছে যানজট ও আতঙ্ক।
সচিবালয়ের ভেতরে ও বাইরে মোতায়েন আছে পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর নজরদারিতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এনএমএম/এএ