Logo

জাতীয়

সচিবালয়ে ঢুকে পড়েছেন শিক্ষার্থীরা, চলছে লাঠিচার্জ-ধাওয়া ও পাল্টা ধাওয়া

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৬:১৬

সচিবালয়ে ঢুকে পড়েছেন শিক্ষার্থীরা, চলছে লাঠিচার্জ-ধাওয়া ও পাল্টা ধাওয়া

ছবি : প্রতিবেদক

বিভিন্ন দাবিতে আন্দোলনরত হাজারো শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটে তারা সচিবালয়ের ১ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন।

ভেতরে ঢুকে শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’, ‘জবাব চাই’ ইত্যাদি স্লোগানে সচিবালয় চত্বর উত্তপ্ত করে তোলেন।

সচিবালয়ে প্রবেশের পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ শুরু করে, এতে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

জানা গেছে, ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অফিস কক্ষগুলোতে অবস্থান নিচ্ছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত, এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

এর আগে দুপুর সোয়া ২টার দিকে বিভিন্ন দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়।

চলমান এইচএসসি পরীক্ষার্থী ও চলতি বছর এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বলে জানা গেছে। এছাড়া উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরাও রয়েছেন।

এবারের এইচএসসি পরীক্ষার্থীরা জানিয়েছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এত বড় বিমান দুর্ঘটনার পরও শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা বাতিল করতে গড়িমসি করেছে। তারা গভীর রাতে পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছে। ব্যর্থতার দায়ে আমরা শিক্ষা উপদেষ্টা এবং সচিবের পদত্যাগ দাবি করছি।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আন্দোলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর