ঢাকায় বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ কংগ্রেসওম্যান গ্রেস মেংয়ের
বাংলাদেশি কমিউনিটির পাশে থাকার অঙ্গীকার

নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৭:০১
-687f6f801d6b4.jpg)
ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেং। নিউইয়র্কের ছয় নম্বর কংগ্রেসনাল জেলার প্রতিনিধি ও হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস সাবকমিটির সদস্য গ্রেস মেং এক বিবৃতিতে এ দুর্ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেন।
২১ জুলাই যুক্তরাষ্ট্র থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘ঢাকায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। যাঁরা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন, বিশেষ করে যেসব মা-বাবা তাঁদের সন্তান হারিয়েছেন, তরুণ শিক্ষার্থীরা বন্ধু ও সহপাঠীদের হারিয়েছে, তাঁদের প্রতি আমার গভীর সহানুভূতি ও সমবেদনা।’
তিনি আরও বলেন, ‘একজন মা হিসেবে আমি অনুভব করতে পারি, এই শোক কতটা অসহনীয়। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
বিবৃতিতে কংগ্রেসওম্যান গ্রেস মেং বাংলাদেশি কমিউনিটির পাশে থাকার প্রত্যয় জানান। তিনি বলেন, ‘এই ভয়াবহ ক্ষতির মুহূর্তে আমি বাংলাদেশি কমিউনিটির সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। সেইসঙ্গে উদ্ধারকাজে নিয়োজিত সাহসী কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তায় তাঁর কার্যালয় প্রস্তুত রয়েছে বলেও জানান নিউইয়র্কের এই জনপ্রতিনিধি।
কেই/এমএইচএস