মাইলস্টোন ট্র্যাজেডি
পাইলট তৌকিরের দাফন রাজশাহীতে

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৭:৩৪

ছবি : প্রতিবেদক
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের লাশ দাফন করা হবে রাজশাহীতে।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসে তৌকির ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ নেয়া হবে রাজশাহীতে। পরে নগরীর সপুরা গোরস্থানে দাফন করা হবে তৌকিকে।
তৌকিরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় হলেও তার পরিবার রাজশাহীর উপশহর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল।
পাইলট তৌকিরের নানা আজিজুর রহমান জানান, নাতির লাশ পৌঁছানোর আগেই রাজশাহীতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যার মধ্যে ২৫ জন শিশুই। এ ছাড়া আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬৫ জন।
জেসি/এএ