Logo

জাতীয়

মাইলস্টোনে আহতদের চিকিৎসা সহযোগিতায় ভারতের চিঠি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৮:২১

মাইলস্টোনে আহতদের চিকিৎসা সহযোগিতায় ভারতের চিঠি

ছবি : সংগৃহীত

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে আহতদের ভারতে চিকিৎসার প্রস্তাব দিয়ে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ভারতীয় হাই কমিশন।

মঙ্গলবার (২২ জুলাই) ভারতীয় হাই কমিশনের এক বার্তায় জানানো হয় এ তথ্য।  

সেখানে বলা হয়, ‘ভারতের প্রধানমন্ত্রী কর্তৃক মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে, আজ ভারতীয় হাই কমিশন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে—দুর্ভাগ্যজনক এ ঘটনায় আহতদের ভারতে চিকিৎসার ক্ষেত্রে জরুরি চিকিৎসাসেবা সহায়তার প্রয়োজন হলে তা জানাতে। ভারতীয় হাই কমিশন সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করবে।’

এর আগে সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে ৩১ জন নিহত হয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৮ জন। হতাহতদের বেশির ভাগই শিশু-শিক্ষার্থী। তাদের অধিকাংশই দগ্ধ হয়েছে।

শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেন, ‘চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহত শিক্ষার্থীদের যতজনকে সম্ভব বিদেশে নিয়ে যাওয়া হবে। সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে। দেখে যদি দরকার হয়- তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাবে এয়ার অ্যাম্বুলেন্সে করে। যা প্রয়োজন তাই করা হবে। যতজনকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব নিয়ে যাবে, কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী।’

তিনি বলেন, ‘হাসপাতালে যারা চিকিৎসাধীন আছেন, তাদের অনেকের দগ্ধের পার্সেন্টেজ বেশি, যেটি নিয়ে চিকিৎসকরা চিন্তা করছেন।’

এসআইবি/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা বিমান দুর্ঘটনা

উত্তরায় বিমান বিধ্বস্ত

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর