Logo

জাতীয়

শমী কায়সারের জামিন স্থগিত

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৮

শমী কায়সারের জামিন স্থগিত

সুপ্রিম কোর্টে আপিল বিভাগের চেম্বার জজ অভিনেত্রী শমী কায়সারের জামিন স্থগিত করেছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মো. রেজাউল হকের একক বেঞ্চ হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন। একইসঙ্গে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ৬ জানুয়ারি দিন ধার্য করেন। ফলে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি না হওয়া পর্যন্ত তাকে কারাগারেই থাকতে হচ্ছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) হাইকোর্টের একটি বেঞ্চ শমী কায়সারকে তিন মাসের জামিন দিলে পরদিন ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল করেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ব্যাবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে গত ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি মামলা হয়। গত ৬ নভেম্বর শমী কায়সারকে গ্রেপ্তারের পর এ মামলায় তিনদিন রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠনো হয়।

জেইউ/এমজে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শমী কায়সার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর