Logo

জাতীয়

উত্তরায় বিমান বিধ্বস্ত

আহতদের সুচিকিৎসার আশ্বাস বিমান বাহিনী প্রধানের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৯:৪৫

আহতদের সুচিকিৎসার আশ্বাস বিমান বাহিনী প্রধানের

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান বিধ্বস্ত ঘটনায় আহতদের চিকিৎসা ও অবস্থান পর্যালোচনা করতে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

মঙ্গলবার (২২ জুলাই) এই দুই হাসপাতাল পরিদর্শনের সময় বিমান বাহিনী প্রধান আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। এ তথ্য জানানো হয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিমান বাহিনী প্রধান আহতদের দ্রুত সুস্থতার জন্য চিকিৎসকদের কাজের প্রতি উৎসাহ ও সহায়তা বৃদ্ধির নির্দেশনা দিয়েছেন। তিনি আহতদের পরিবারের সঙ্গেও যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার কথাও উল্লেখ করেছেন।

এছাড়া, বিমান বিধ্বস্তে আহত ও নিহতদের তথ্যাদি এবং জরুরি সহায়তার জন্য সকলকে ০১৭৬৯৯৯৩৫৫৮ (হোয়াটসঅ্যাপসহ সক্রিয়), কন্ট্রোল সেন্টার ০১৭৬৯৯৯৩৮৮৮ এবং ০২-৫৫০৬৩৫৭০ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, সোমবার দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতলে ভর্তি আছেন ১৬৫ জন।

এনএমএম/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা

উত্তরায় বিমান বিধ্বস্ত

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর