মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ২০:২৬
-687f9fa14eecc.jpg)
রাজধানীর দিয়াবাড়ী এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে এই মর্মান্তিক দুর্ঘটনায় শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানি ও বহু মানুষের আহত হওয়ার ঘটনায় দেশের সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে।
মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পাশাপাশি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
শোকবার্তায় আরও জানানো হয়, আহতদের সহায়তায় পুলিশ ব্লাড ব্যাংক ও রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সর্বদা প্রস্তুত রয়েছে। রক্তের প্রয়োজন হলে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে এই নম্বরগুলোতে— ০১৩২০০৩৭৩৩৩ (পুলিশ ব্লাড ব্যাংক), ০১৯১৪৩৪১২০৭ (ইনচার্জ)।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সম্ভাব্য সব সহায়তা প্রদানে প্রস্তুত।
শোকবার্তায় স্বাক্ষর করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করিম খান এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
এনএমএম/এমএইচএস