কয়েকজন অভিনেতা-অভিনেত্রী ভুল তথ্য শেয়ার করে ডিলিট করেছেন : ফারুকী

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৮:২৯
-68804922aa1b5.jpg)
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ‘ভুয়া তথ্য’ ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, দেশের বেশ কয়েকজন পরিচিত অভিনেতা, অভিনেত্রী ও পরিচালক ভুল তথ্য শেয়ার করেছেন, পরে তা মুছে ফেলেছেন।
তিনি লেখেন, “গত তিন ঘণ্টায় আমাদের বেশ কয়েকজন বিখ্যাত অভিনেত্রী, অভিনেতা, পরিচালক তাদের প্রোফাইল থেকে একটা ভুল তথ্য পোস্ট করেছেন যার হেডিং ছিল—‘মাইলস্টোনের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের পাওয়া যাচ্ছে না’। তাদের মধ্যে একজনের পোস্ট ১৩০০ বারের বেশি শেয়ার হয়েছে। তিনি একটু আগে পোস্টটি ডিলিট করেছেন।”
ফারুকী প্রশ্ন তোলেন, ‘মাইলস্টোনের প্রায় ৪৬ জন ছাত্র-ছাত্রীকে পাওয়া যাচ্ছে না—এ রকম অবিশ্বাস্য কথা কি ভুল করে তারা শেয়ার করলেন? নাকি এটা কোনো সম্মিলিত উদ্যোগ?’
তিনি আরও লেখেন, ‘এমন ট্রমাটিক একটা বিষয় নিয়ে এমন দায়িত্বহীন পোস্ট সত্যিই দুঃখজনক। মাইলস্টোনের ক্লাসে কারা ছিল, কারা প্রাণ হারিয়েছেন, কারা চিকিৎসাধীন—এই সবই তো রেকর্ডেড। দয়া করে ভুয়া হেডলাইন দেওয়া লেখা শেয়ার করে মানুষকে আরও ট্রমাটাইজ করবেন না। জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে।’
এমএইচএস