মাইলস্টোনে বিমান দুর্ঘটনা
হতাহতদের তালিকা প্রস্তুতে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১১:৪৫

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার প্রকৃত সংখ্যা নির্ধারণ ও নিখোঁজদের সুনির্দিষ্ট তালিকা প্রস্তুতের লক্ষ্যে ছয় সদস্যের কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
বুধবার (২৩ জুলাই) কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলমকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার তীব্রতায় তাৎক্ষণিকভাবে সঠিক তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে অভ্যন্তরে অবস্থান করা বহু শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবক এ মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের শনাক্ত করতে দ্রুত পদক্ষেপ নিতে হচ্ছে।
কমিটির সদস্যরা হলেন- মো. জিয়াউল আলম, অধ্যক্ষ (সভাপতি); মো. মাসুদ আলম, উপাধ্যক্ষ (প্রশাসন); খাদিজা আক্তার, প্রধান শিক্ষিকা; লুৎফুন্নেসা লোপা, কো-অর্ডিনেটর; মনিরুজ্জামান মোল্লা, অভিভাবক প্রতিনিধি (শিক্ষার্থী: যাইমা জাহান, চতুর্থ শ্রেণি); মারুফ বিন জিয়াউর রহমান ও মো. ভাসনিম ভূঁইয়া প্রতিক, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
তদন্ত কমিটিকে বিদ্যালয় কর্তৃপক্ষ সরাসরি ঘটনাস্থল পরিদর্শন, আহত ও নিহতদের পরিবারসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের নির্দেশনা দিয়েছে। একইসঙ্গে তিন কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে দুর্ঘটনাকবলিতদের অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন। কেউ কেউ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। কমিটির কার্যক্রমের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
এনএমএম/এমবি