স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়
মাইলস্টোন শিক্ষার্থীদের আজ সচিবালয়ে বৈঠক নেই

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১২:০৫

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বুধবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র কিংবা শিক্ষা উপদেষ্টার কোনো বৈঠক নেই—এ তথ্য নিশ্চিত করেছে উভয় মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর।
সকালেই পৃথক বার্তায় দু’পক্ষ থেকে জানানো হয়, ‘কোনো বৈঠক নির্ধারিত নেই’ এবং এ বিষয়ে ছড়ানো সামাজিক যোগাযোগমাধ্যমের খবর ‘সম্পূর্ণ গুজব’।
এর আগে মঙ্গলবার বিকেলে শিক্ষার্থী প্রতিনিধি ও অভিভাবকরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া–পাল্টাধাওয়া শুরু হয়।
সংঘর্ষ ছড়িয়ে পড়ে সচিবালয় ও গুলিস্তান এলাকায়। পরিস্থিতি সামাল দেওয়ার পর রাত থেকেই বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে গুজব ছড়ায় যে বুধবার সকালে শিক্ষার্থী প্রতিনিধি দলকে নিয়ে বৈঠক হবে।
কিন্তু বুধবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান বাংলাদেশের খবরকে জানান, মাইলস্টোন কলেজের কোনো প্রতিনিধি দলের সঙ্গে আজ স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠক নির্ধারিত নেই।
শিক্ষা মন্ত্রণালয়ও একই সুরে জানায়, আমাদের পক্ষ থেকে কোনো বৈঠকের সূচি হয়নি; গুজবে কান না দিতে অনুরোধ করছি।
উভয় মন্ত্রণালয় সংবাদমাধ্যমগুলোর প্রতি অনুরোধ করেছে, যাচাইবিহীন ‘বৈঠক’ তথ্যকে টিভি স্ক্রল বা অনলাইন হেডলাইন থেকে অপসারণ করতে, যাতে জনমনে বিভ্রান্তি না ছড়ায়।
এনএমএম/এমবি