Logo

জাতীয়

ওয়ারীর সেই ডিসি ইকবাল হোসাইন সাময়িক বরখাস্ত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১২:১৯

ওয়ারীর সেই ডিসি ইকবাল হোসাইন সাময়িক বরখাস্ত

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। ছবি : সংগৃহীত

ঢাকার ওয়ারী বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

বুধবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ইকবাল হোসাইন বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকলেও গত বছরের ২৮ আগস্ট থেকে তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী এটি পলায়নের শামিল ও শাস্তিযোগ্য অপরাধ।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, যেদিন থেকে অনুপস্থিত, সেই তারিখ (২৮ আগস্ট ২০২৪) থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।

গত বছরের জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি চালানো নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ যখন আন্দোলনকারীদের ওপর গুলি চালাচ্ছিল, তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সামনে মোবাইল ভিডিও চালিয়ে বলছিলেন, ‘গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না...’

৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে থাকা পুলিশের কয়েকজন শীর্ষ কর্মকর্তা তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন। কিন্তু মন্ত্রীর মুখে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

গত জুলাই মাসের মাঝামাঝি থেকে ৪ আগস্ট পর্যন্ত চলা কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশি গুলির ঘটনায় দেশজুড়ে তীব্র সমালোচনা সৃষ্টি হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ ও গুলি চালানোয় হতাহতের ঘটনা ঘটে।


এ আন্দোলন চলাকালেই ওয়ারীর সাবেক ডিসির এমন বক্তব্য জনমনে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। অনেকে প্রশ্ন তুলেছেন—এ বক্তব্য কি প্রশাসনের ‘অন্তর্নিহিত মনোভাব’ প্রকাশ করে না?

উল্লেখ্য, বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করার অভিযোগে মোহাম্মদ ইকবাল হোসাইনসহ এরই মধ্যে প্রায় ২৫ জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এনএমএম/এমবি /এনআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ ডিএমপি বরখাস্ত গণঅভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর