Logo

জাতীয়

মাইলস্টোন দুর্ঘটনায় নিখোঁজ এক অভিভাবক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১২:৪৮

মাইলস্টোন দুর্ঘটনায় নিখোঁজ এক অভিভাবক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এক অভিভাবকের নিখোঁজ হওয়ার তথ্য নিশ্চিত করেছে কলেজ কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি।

বুধবার (২৩ জুলাই) সকালে কমিটির সমন্বয়ক লুৎফুন্নেসা লোপা এ তথ্য জানান। 

তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে একজন অভিভাবকের নিখোঁজ থাকার তথ্য রয়েছে। তার নাম লামিয়া আক্তার। তিনি তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মা।

এর আগে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার প্রকৃত সংখ্যা নির্ধারণ ও নিখোঁজদের সুনির্দিষ্ট তালিকা প্রস্তুতের জন্য ছয় সদস্যের কমিটি গঠন করে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ। কমিটির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মো. মাসুদ আলম (উপাধ্যক্ষ, প্রশাসন), খাদিজা আক্তার (প্রধান শিক্ষিকা), লুৎফুন্নেসা লোপা (সমন্বয়ক), মনিরুজ্জামান মোল্লা (অভিভাবক প্রতিনিধি; শিক্ষার্থী: যাইমা জাহান, চতুর্থ শ্রেণি), মারুফ বিন জিয়াউর রহমান ও মো. ভাসনিম ভূঁইয়া প্রতীক (দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী)।

তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তাদের দায়িত্বের মধ্যে রয়েছে- সরাসরি ঘটনাস্থল পরিদর্শন, সংশ্লিষ্ট পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ ও তথ্য যাচাই করে নির্ভুল তালিকা প্রস্তুত করা।

এদিকে প্রাতিষ্ঠানিক তদন্ত কমিটির পাশাপাশি দুর্ঘটনার সার্বিক দিক পর্যবেক্ষণে কাজ করছে প্রশাসনের আলাদা একটি দল। তারা দুর্ঘটনার পর উদ্ধার ও চিকিৎসা সহায়তা, ভবনের অবকাঠামোগত ক্ষতি ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির বিষয়গুলো বিশ্লেষণ করছে।

এনএমএম/এমবি  

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর