Logo

জাতীয়

তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকী আজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৩:০৮

তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকী আজ

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শহীদ তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকী আজ, ২৩ জুলাই। ১৯২৫ সালের এই দিনে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

তাজউদ্দীন আহমদ ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৬৪ সালে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ১৯৬৬ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীনের নেতৃত্বে আওয়ামী লীগ দেশকে স্বাধীনতার পথে প্রস্তুত করে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে ভারতে আশ্রয় নিয়ে তিনি গঠন করেন বাংলাদেশ সরকারের কাঠামো—মুজিবনগর সরকার। এই সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ঐতিহাসিক দক্ষতা, দূরদর্শিতা ও রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে যুদ্ধকালীন কঠিন সময়টি পার করেন তাজউদ্দীন আহমদ।

স্বাধীনতার পর বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে ১৯৭৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। কিন্তু দলের ভেতরকার কিছু চক্রান্ত ও মতবিরোধের কারণে শেষ পর্যন্ত তিনি মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ান।

১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতির তিন নেতার সঙ্গে তাঁকেও নির্মমভাবে হত্যা করা হয়।

তাজউদ্দীন আহমদ ছিলেন এক দুর্লভ রাজনৈতিক চরিত্র, যাঁর সততা, নীতিনিষ্ঠতা ও দায়িত্ববোধ আজও জাতিকে আলো দেখায়। তাঁর নেতৃত্ব, ব্যক্তিত্ব ও অবদানের যথাযথ মূল্যায়ন এখনও অনেকাংশে অসম্পূর্ণ রয়ে গেছে বলে মনে করেন বিশিষ্টজনেরা।

তাঁর জন্মশতবার্ষিকীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে। তবে রাষ্ট্রীয়ভাবে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের দাবি জানিয়েছেন অনেকে।

এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে আয়োজিত শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে। গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণপত্র হস্তান্তর করেন শহীদ তাজউদ্দীনের কন্যা শারমিন আহমদ ও পুত্র সাবেক প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

তাজউদ্দীন আহমদের জীবন, আদর্শ ও আত্মত্যাগ আগামীর রাজনীতিতে নৈতিকতার মাপকাঠি হয়ে থাকুক—এই প্রত্যাশাই উঠে এসেছে শতবর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন আলোচনায়।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর