Logo

জাতীয়

উত্তরায় বিমান দুর্ঘটনা

আহতদের চিকিৎসায় বৈঠকে দেশি-বিদেশি চিকিৎসকরা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৩:২১

আহতদের চিকিৎসায় বৈঠকে দেশি-বিদেশি চিকিৎসকরা

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে জরুরি বৈঠকে বসেছেন দেশি-বিদেশি চিকিৎসকরা।

বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এ বৈঠক শুধু হয়। বৈঠকে সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দলের সদস্যরাও উপস্থিত রয়েছেন।

বৈঠকের একটি দায়িত্বশীল সূত্র জানায়, দগ্ধ ও আহতদের উন্নত চিকিৎসা কীভাবে দেওয়া হবে, কোন কোন আন্তর্জাতিক মানের পদ্ধতি অনুসরণ করা হবে—এসব বিষয়েই আলোচনা হচ্ছে।

এর আগে মঙ্গলবার মধ্যরাতে বিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসায় সহায়তার জন্য সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় পৌঁছেছে। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চিকিৎসক দলটির নেতৃত্বে আছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক।

বুধবার (২৩ জুলাই) আরও তিনজন বিশিষ্ট প্রতিনিধি বাংলাদেশে আসছেন। তারা হলেন সিংহেলথের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও, পুন লাই কুয়ান ও লিম ইউ হান জোভান।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর