বেবিচকের ফ্লাইট সেফটি পরিচালক আহসান হাবীব প্রত্যাহার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৪:৪৫

বেবিচকের ফ্লাইট সেফটি পরিচালক আহসান হাবীব প্রত্যাহার। ছবি : সংগৃহীত
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. আহসান হাবীবকে পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গ্রুপ ক্যাপ্টেন আহসান হাবীবকে বেবিচকের দায়িত্ব থেকে সরিয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে ফেরত নেওয়া হয়েছে। এ জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মো. মনিরুল ইসলামকে বেবিচকের নতুন ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি ন্যস্ত করা হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে।
সাম্প্রতিক সময়ে বিমান দুর্ঘটনাসহ নানা ঘটনায় ফ্লাইট সেফটি নিয়ে প্রশ্ন ওঠার প্রেক্ষাপটে এ রদবদলকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
এনএমএম/এমবি