মাইলস্টোন ট্রাজেডি : দগ্ধ ৮ জনের অবস্থা সঙ্কটাপন্ন

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৭:০১
-(48)-6880c0ecb0c2a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে ৪৪ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। তাদের মধ্যে সঙ্কটাপন্ন অবস্থা ৮, গুরুতর অবস্থা ১৩ ও বাকি ২৩ জন মধ্যবর্তী পর্যায়ে চিকিৎসা নিচ্ছেন।
বুধবার (২৩ জুলাই) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন।
তিনি বলেন, ‘এ মুহূর্তে আহতদের বিদেশে চিকিৎসার জন্য নেয়ার কোনো পরিকল্পনা নেই।’
তিনি আরও বলেন, ‘আজ সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে বসেছিলাম। আমরা ডিসিশন শেয়ার করেছি, তারাও মতামত দিয়েছেন। প্রতিটি রোগীর বিষয়ে আলাদাভাবে আলোচনা হয়েছে-কে কী ওষুধ পাবে, কার অপারেশন লাগবে, কার ড্রেসিং পরিবর্তন হবে ইত্যাদি।’
দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞের পরামর্শ নেয়া হচ্ছে জানিয়ে বার্ন ইনস্টিটিউটের পরিচালক বলেন, ‘আমাদের মাল্টিডিসিপ্লিনারি বিশেষজ্ঞদের সাথে উনি চিকিৎসা প্রটোকল নিয়ে আলোচনা করেছেন। তারা কিছু ডিসিশান শেয়ার করেছেন। চিকিৎসায় আমরা তাদের দেয়া সিদ্ধান্তও একীভূত করছি।’
ডা. নাসির উদ্দিন বলেন, ‘বার্নের ম্যানেজমেন্ট একটি ডায়নামিক প্রসেস। ঘণ্টায় ঘণ্টায় সিদ্ধান্ত পরিবর্তন হয়। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। শিশুদের জন্য আলাদা চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। প্রতিটি রোগীকে ১২ ঘণ্টা পর পর পুনরায় অ্যাসেস করা হবে। এবং সেই মোতাবেক সিদ্ধান্ত নেয়া হবে।’
- এসআইবি/এমআই