Logo

জাতীয়

সন্ত্রাস দমনে বাংলাদেশ-পাকিস্তান একসঙ্গে কাজ করবে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৮:১৯

সন্ত্রাস দমনে  বাংলাদেশ-পাকিস্তান একসঙ্গে কাজ করবে

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তান মাদক ও সন্ত্রাস দমনে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। বুধবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই অঙ্গীকার ব্যক্ত করা হয়। 

বৈঠকে অংশ নেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন রাজা নকভি, যিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানও।

বৈঠকে মাদক ও সন্ত্রাস দমনের পাশাপাশি, পুলিশ প্রশিক্ষণে পারস্পরিক সহযোগিতা, অন অ্যারাইভাল ভিসা, রোহিঙ্গা ইস্যু, সাইবার অপরাধ দমন, এবং দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাংলাদেশ ও পাকিস্তান অভিন্ন ইতিহাস ও ঐতিহ্যের অংশীদার। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিনদিন শক্তিশালী হচ্ছে।” তিনি জানান, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা সংক্রান্ত সমঝোতা স্মারক চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া, পাকিস্তানে বাংলাদেশের দূতাবাস ভবন নির্মাণ প্রক্রিয়া চলছে, যেখানে ভবিষ্যতে ই-পাসপোর্ট সেবা চালু হবে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন রাজা নকভি বলেন, ‘সন্ত্রাস দমন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এতে ব্যর্থ হলে শুধু পাকিস্তান নয়, গোটা বিশ্ব হুমকির মুখে পড়বে। শান্তি রক্ষায় বাংলাদেশসহ সবার সহযোগিতা প্রয়োজন।” তিনি আরও জানান, পাকিস্তানের দ্বিতীয় প্রধান সমস্যা মাদক, যা আফগানিস্তান থেকে পাচার হয়ে আসছে।’

বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, ‘আমাদের দেশেও মাদক একটি গুরুতর সমস্যা, যা মূলত মিয়ানমার থেকে আসে। দুই দেশ একে অপরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাদক সমস্যার সমাধানে পারস্পরিক সহায়তা করতে পারে।’

পুলিশ প্রশিক্ষণ বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। এ প্রস্তাবে একমত পোষণ করে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সারদা পুলিশ একাডেমি ভারতীয় উপমহাদেশের অন্যতম পুরোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান।’

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের ভূমিকাকে প্রশংসা করে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘আমরা রোহিঙ্গাদের নাগরিকত্ব দিইনি, তবে পৃথক কোডসহ পাসপোর্ট দিয়েছি যাতে তাদের শনাক্ত করা যায়।’

জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ মানবতার খাতিরে ১৩ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়েছে। প্রত্যাবাসনে পাকিস্তানের সহযোগিতা চাই।’

বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে বিমান দুর্ঘটনায় শোক জানানো হয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান মন্ত্রী নকভি।

সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, সিনিয়র সচিব নাসিমুল গনি ও পাকিস্তান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মুহাম্মদ ওয়াসিফ। অনুষ্ঠানের শুরুতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অন্তর্বর্তী সরকার পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাহাঙ্গীর আলম চৌধুরী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর