Logo

জাতীয়

উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডি

বিমান বিধ্বস্তের নতুন সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৮:৪৩

বিমান বিধ্বস্তের নতুন সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে সোমবার (২১ জুলাই) বিমানবাহিনীর এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার নতুন সিসিটিভি ফুটেজ গণমাধ্যমের হাতে এসেছে।

বুধবার (২৩ জুলাই) পাওয়া নতুন এ সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে অনেক শিক্ষার্থীকে প্রতিষ্ঠানটির মাঠে অবস্থান ও খেলাধুলা করতে দেখা যায়। একপর্যায়ে হঠাৎ ওই বিমানটিকে নিচে পড়তে দেখে মাঠে থাকা শিক্ষার্থীরা বসে পড়ে।


ওই ফুটেজে আরও দেখা গেছে, বিমানটি ১টা ১২ মিনিটে মাইলস্টোনের প্রাথমিক শাখায় আছড়ে পড়ে। তখন শিক্ষার্থীরা চারদিকে ছুটতে শুরু করে। কিছুক্ষণ পরে বিভিন্ন দিক থেকে শিক্ষার্থীরা ফের বিধ্বস্ত হওয়ার স্থানের দিকে যেতে থাকে। যাতে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করা যায়।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষক বাংলাদেশের খবরকে বলেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার তিন-চার মিনিট আগে ক্যাম্পাসের পূর্ব পাশ দিয়ে উড়ে যেতে দেখা যায়। কিন্তু এর ঠিক কিছুক্ষণ পর আবার ব্যাক করল বিমানটি। ক্লাসরুম থেকেই আমরা এর শব্দ পাই। ঠিক এর পরই বিকট একটা শব্দ হয়।

ওই শিক্ষক জানান, ভবনে পড়ার পরই ছিন্নভিন্ন হয়ে যায় বিমানটি। স্কুল ছুটির ১৩ মিনিট পর বিমানটি বিধ্বস্ত হওয়ায় অনেক প্রাণ বেঁচে গেছে বলে জানান প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষকরা।

এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬৫ জন। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বিভিন্ন হাসপাতালে নিহত ও আহতদের সংখ্যা তুলে ধরা হয়েছে— 

১. কুয়েত মৈত্রী হাসপাতাল : আহত ৮ জন, নিহত নেই

২. জাতীয় বার্ন ইনস্টিটিউট : আহত ৪৬ জন, নিহত ১০

৩. ঢাকা মেডিকেল : আহত  ৩, নিহত ১

৪. সিএমএইচ-ঢাকা : আহত ২৮, নিহত ১৬

৫. কুর্মিটোলা জেনারেল হসপিটাল : আহত ৩, নিহত নেই

৬. লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা : আহত ১৩, নিহত ২

৭. উত্তরা আধুনিক হসপিটাল : আহত ৬০, নিহত ১

৮. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল : আহত ১, নিহত নেই

৯. শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল : আহত ১

১০. ইউনাইটেড হাসপাতাল : আহত ২, নিহত ১

এর আগে, সকালে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ২৭ জন নিহত হওয়ার তথ্য জানান। এর মধ্যে ২৫ জনই শিশু বলে জানান তিনি।

ডিআর/এএইচএস/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা বিমান দুর্ঘটনা

উত্তরায় বিমান বিধ্বস্ত

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর