Logo

জাতীয়

শেখ হাসিনার উপদেষ্টা ‎তারিক সিদ্দিকের ১৭ একর জমি জব্দ

Icon

বাসস

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৯:৩৯

শেখ হাসিনার উপদেষ্টা ‎তারিক সিদ্দিকের ১৭ একর জমি জব্দ

তারিক আহমেদ সিদ্দিক। ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার ভাই শাহিন সিদ্দিক ও রফিক আহমেদ সিদ্দিকের ১৭ একর জমি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

এ সব জমির দলিলমূল্য ২৬ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার টাকা বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন। 

বুধবার (২৩ জুলাই) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ  তথ্য জানান।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলমান রয়েছে। অনুসন্ধানকালে জানা গেছে, তারা নিজ মালিকানাধীন স্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে বর্ণিত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেয়।

  • এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান শেখ হাসিনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর